এসএসসির রেজাল্ট যেভাবে দেখা যাবে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার।

সোমবার সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি ফল প্রকাশ করবেন। সেখানেই শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। প্রধানমন্ত্রী লন্ডন সফরে থাকায় এবার আর তার হাত দিয়ে ফল ঘোষণা হচ্ছে না।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনলাইনেও পাওয়া যাবে। অনলাইনে ফলাফল পেতে হলে ফল প্রকাশের পর মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) যেতে হবে। সেখানে পরীক্ষার্থীর রোল নম্বর ও পরীক্ষার বছর, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল পাওয়া যাবে।

সেখানে গেলে একটি ছক সম্বলিত ঘর আসবে, সেখানে প্রথমে কোন পরীক্ষা, পরীক্ষার বছর, তারপর বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর তার নিচে রোল নম্বর এবং তারও নিচে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সেটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরই জানা যাবে ফলাফল।

সাধারণত পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইটে অধিক ট্রাফিক আসায় ফলাফল জানতে দেরি হতে পারে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

এজন্য যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট), DIN (দিনাজপুর)।

যেমন, কেউ যশোর শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এসএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে SSC JES XXXXXX 2019।

দাখিল পরীক্ষার ফলাফল জানতে DHAKIL লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরে ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।

এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২১ লাখের বেশি।