আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক কবি ও সাংবাদিক রাশেদ রউফ এর সভাপতিত্বে ৪ জুন (শনিবার) অনুষ্ঠান চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনেহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাহিত্যিক ডক্টর আনোয়ারা আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর সেলিনা আখতার। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় জাতীয় সংগীত ও আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক তানভীর হাসান বিপ্লব এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান অধ্যাপক মুমু চৌধুরী। বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক বিপুল বড়ুয়া, গল্পকার দীপক বড়ুয়া, প্রাবন্ধিক নেছার আহমদ, দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রাবন্ধিক আবদুল আজিজ, দৈনিক বায়েজিদ পত্রিকার নির্বাহি সম্পাদক স ম জিয়াউদ্দিন জেবর, গীতিকার ও শিশু সাহিত্যিক বাসুদেব খাস্তগীর, শিশু সাহিত্যিক ও শৈলী বুলেটিন সম্পাদক আজিজ রেহমান, আইকো পরিচালক সংগঠক কামাল উদ্দিন। লেখক ডাঃ বিকিরন বড়ুয়া, কবি লিটন কুমার চৌধুরী, কবি লিপি বড়ুয়া, কবি সুমি দাশ, কবি নাছিমা হক মুক্তা, কবি ও বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দি, সংগঠক মোঃ রুবেল, মোঃ নাবিল, কবি প্রদ্যুত কুমার বড়ুয়া, সাংবাদিক অমিত বড়ুয়া, কবি তাপস চক্রবর্তী। অভিষেক অনুষ্ঠানে সবার উপস্থিতিতে সেলিম তালুকদার আকাশকে সভাপতি ও তানভীর হাসান বিপ্লব কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয় । কমিটির আন্যান্য হলেন কার্যকরী সভাপতি চন্দক বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অরূপ কুমার বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি সালাম সৌরভ, সিনিয়র সহ সভাপতি মির্জা মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মিন্টু দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক জাহেদ কায়সার, সাহিত্য সম্পাদক তাসমিনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভিন আক্তার, অর্থ সম্পাদক কামরুল হাসান প্রমূখ।