চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে ঢুকছে সাগরের পানি

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঢুকছে সাগরের পানি। সাগরের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘর-বাড়িসহ ফসলাদী।

.

আজ শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সিটি আউটার রিং রোড প্রকল্পের নির্মাণাধীন বাঁধ ভেঙ্গে আকমল আলী রোড এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে করে ঐ এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

.

এদিকে বেড়িবাঁধ ভেঙে জেলার আনোয়ারার গহিরা, সীতাকুণ্ডের ছলিমপুর ও সন্দ্বীপ সহ কয়েকটি এলাকায় বাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলে ।