জলাবদ্ধতা নিরসন প্রকল্পে তিন বছরে এসেছে ২ হাজার ২৪৮ কোটি টাকা

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে তিন বছরে এসেছে ২ হাজার ২৪৮ কোটি টাকা। ৫ হাজার ৬শ’ কোটি টাকার প্রকল্পটির জন্য আগামী জুনের মধ্যে সর্বমোট ২৬শ’ কোটি টাকা সিডিএর তহবিলে আসবে বলে আশা করা হচ্ছে। টাকার সংকটে প্রকল্পটির প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণও ঝুলে রয়েছে। এতে করে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং জলাবদ্ধতা নিরসনের সুফল পুরোপুরি পাওয়াটা অনিশ্চিত হয়ে রয়েছে।
তিন বছরে প্রকল্পটির জন্য অর্থ পাওয়া গেছে ২ হাজার ২৪৮ কোটি টাকা। আগামী মাসে এই প্রকল্পের জন্য চলতি অর্থবছরের শেষ ভাগের অর্থ ছাড়ের কথা রয়েছে। ওই অর্থগুলো পাওয়া গেলে আগামী জুন পর্যন্ত প্রকল্পটিতে টাকা পাওয়া যাবে সর্বমোট ২ হাজার ৬শ’ কোটি টাকা। মেগা প্রকল্পটির ব্যয় ইতোমধ্যে এক দফা বাড়ানো হয়েছে। এতে প্রকল্প ব্যয় অনেক বেড়ে গেছে। প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকার বাড়তি ব্যয়ের প্রস্তাব পাঠানো হলেও এখন পর্যন্ত তার অনুমোদন মিলেনি। প্রকল্পটিতে বেশির ভাগ অর্থ চলে যাচ্ছে ভূমি অধিগ্রহণে। ৫ হাজার ৬শ’ কোটি টাকার মধ্যে ৩ হাজার ২শ’ কোটি টাকা অবকাঠামোগত নির্মাণে ব্যয় ধরা হয়েছিল। বাকি ২ হাজার ৪শ’ কোটি টাকা ছিল ভূমি অধিগ্রহণ ব্যয়। মৌজা রেটের দেড়গুণ দর ধরে উক্ত টাকা হিসাব করা হয়েছিল। পরবর্তীতে সরকারি নীতি পরিবর্তন করা হলে ভূমি অধিগ্রহণে ব্যয় মৌজা রেটের তিনগুণ করা হয়।