রিয়ালকে ক্ষতিপূরণ দিতে হবে এমবাপ্পের

কথা রাখেননি কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌখিক চুক্তি সেরেও থাকছেন পিএসজিতেই। যেকারণে ক্ষতিপূরণ দিতে হবে ফরাসি তারকাকে। এমনটাই দাবি স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের।
রিয়াল-পিএসজির দ্বৈরথে দুদিন আগেও পাল্লা ভারি ছিল লস ব্লাঙ্কোদের। এমবাপ্পের স্পেন গমন প্রায় নিশ্চিত ছিল। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি, ব্যক্তিগত শর্তাবলি মেনে ফ্রেঞ্চম্যানকে আমন্ত্রণ জানানোর প্রহর গুণছিল রিয়াল মাদ্রিদ। তবে পিএসজির মোটা অংকের অর্থ প্রস্তাবে চূর্ণ হয়েছে লা লিগা চ্যাম্পিয়নদের আশা। কাদেনা সারের অনুষ্ঠান কারুসেল দেপোর্তিভোতে দাবি করা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের কাছে কিলিয়ান এমবাপ্পের মুখপাত্রের স্বাক্ষরিত দলিল রয়েছে। সেখানে একটি শর্ত আছে- যদি এমবাপ্পে রিয়ালে যোগ না দেন, তাহলে রিয়ালকে এমবাপ্পের ক্ষতিপূরণ দিতে হবে।’

এদিকে এমবাপ্পেকে দলে রাখতে যে এলাহি কা- করেছে পিএসজি তা পছন্দ হয়নি হাভিয়ের তেবাসের। লা লিগা সভাপতির মতে, এটি ফুটবলের অপমান

তেবাস বলেন, ‘সাম্প্রতিক মৌসুমে ৭০ কোটি ইউরো লোকসান দেয়ার পর এমবাপ্পের চুক্তি নবায়নে পিএসজি যে বিশাল বেতন-বোনাস দিচ্ছে, সেটা ৬০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। এটা ফুটবলের জন্য অপমান। তারা (পিএসজি) সুপার লীগের মতোই বিপজ্জনক।’
মন্তব্য করেই ক্ষান্ত হচ্ছে না লা লিগা কর্তৃপক্ষ। পিএসজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে তারা। এমনই খবর ইএসপিএনের। পিএসজি ইউরোপিয়ান ফুটবলের ভারসাম্য নষ্ট করছে এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে উয়েফা, ইউরোপিয়ান ইউনিয়ন ও ফরাসি কর্তৃপক্ষের কাছে নালিশ করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে লা লিগা বলেছে, ‘উয়েফা, ফরাসি কর্তৃপক্ষ এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছে পিএসজির বিরুদ্ধে অভিযোগ দেবে লা লিগা।

বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের চুক্তি ইউরোপীয় ফুটবলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করে। এটা ক্লাব সংশ্লিষ্ট অনেক কর্মীর চাকরিকে ঝুঁকিতে ফেলে এবং খেলার অখ-তা নষ্ট করে। এটা কলঙ্কজনক যে, পিএসজির মতো একটি ক্লাব এমন চুক্তি করে। এটি উয়েফা এবং ফরাসি অর্থনৈতিক সীমাবদ্ধতার নিয়ম লঙ্ঘন করছে।’
সর্বোচ্চ বেতন পাওয়ার রেকর্ডটি ছিল লিওনেল মেসির। বার্সেলোনায় ২০১৮ সালে চুক্তি নবায়নের পর করপূর্ব প্রায় ১০ কোটি ইউরো পেতেন আর্জেন্টাইন সুপারস্টার। সেই রেকর্ড অতীত হয়েছে গেছে এমবাপ্পের চুক্তি নবায়নে। মৌসুমপ্রতি প্রায় ১৫ কোটি ইউরো পাবেন এমবাপ্পে।

ফ্রান্সে শীর্ষস্থানীয় ফুটবলারদের যেহেতু আয়ের প্রায় ৫০ শতাংশ কর দিতে হয়, তাই কর বাদে যে হিসাব দাঁড়াচ্ছে, তাতেও বার্সায় মেসির বেতনের তিনগুণ পাবেন এমবাপ্পে। পিএসজিতে এখন মৌসুমপ্রতি প্রায় ৪ কোটি ইউরো বেতন পান মেসি। নেইমার ৪ কোটি ৮০ লাখের কিছু বেশি।
চুক্তি নবায়ন করায় বোনাস হিসেবে ৩০ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। এর সঙ্গে তিন বছরের পারিশ্রমিক যোগ করলে অঙ্কটা দাঁড়ায় মোট ৭৫ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৯৩০ কোটি টাকা)।