ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা

চসিক ভ্রাম্যমান আদালত পরিচালিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে¡ পাহাড়তলী থানা এলাকায় রাস্তা ও ফুটপাত দখলকরে পুরাতন লোহা ও মেশিনারী সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা করে জনসাধারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ প্রতিষ্ঠারেন বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৭ হাজার টাকা জরিমানা করা হলো।
অপর অভিযানে স্পেসাল ম্যাজিষ্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু সংযোগ সড়কের রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী এবং দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃৃষ্টির দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকরে দায়ের কৃত মোকাদ্দমায় ৪ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।