পানি চলাচলের পথে কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হচ্ছে স্থাপনা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা এলাকার উপর দিয়ে যাওয়া নাগেশর গার্ডেন সড়ক । সড়কের উপর বর্সার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নির্মান করা হয়ে কালভার্ট । রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা ও ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিন হিংগলা কলমপতি এলাকার বাসিন্দ্বাদের চলাচলের সড়ক নাগেশ্বর গার্ডেন সড়ক । সড়কের উপর নির্মিত কার্লভাটের দক্ষিন পাশে পানি চলাচলের পথে কৃষি জমি মাটি ভরাট করে পানি চলাচলের কোন ব্যবস্থা না রেখে নির্মান করা হচ্ছে স্থাপনা । ঐ স্থান দিয়ে বর্ষার মৌসুমে উজান এলাকা দলিলাবাদ, ২নং ডাবুয়া ইউনিয়নের দইল্য্ ামরম, কৈয়া মরম হিংগলা নতুন পাড়া, এলাকার বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানি চলাচল করে। পানি চলাচলের পথ কৃষি জমি মাটি ভরাট করে পাকা স্থাপনা নির্মান করায় বর্ষার মৌসুমে বৃষ্টি পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলে প্রতিবন্দ্বকতা সৃষ্টি হয়ে দলিলাবাদ, ২নং ডাবুয়া ইউনিয়নের দইল্য্ ামরম, কৈয়া মরম হিংগলা নতুন পাড়া, এলাকার বাসিন্দ্বাদের ঘর বাড়ী, ফসলী জমি, জনগনের চলাচলের সড়ক পানিতে ডুবে যাওয়ার শংকা দেখা দিয়েছে । কৃষি জমি ও পানি চলাচলের পথ মাটি ভরাট করে পাকা স্থাপনা নির্মান করা হলে ও সংশ্লিষ্টরা নিরবতা পালন করে আসছে । সরকার ও রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী রাউজানে কোন কৃষি জমি ভরাট করে স্থাপনা নির্মান করা যাবেনা বলে নির্দেশনা দিলেও সরকার ও সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনাকে অমান্য করে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা এলাকায় বর্ষার মৌসুমে পানি চলাচলের জন্য নাগেশ্বর গার্ডেন সড়কের নির্মান করা কালভার্টের পাশে কৃষি জমি মাটি ভরাট করে পাকা স্থাপনা নির্মান করা হচ্ছে । এ ব্যাপারে রাউজান পৌরসভ্রা ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চেšধুরীর কাছে ফোন করে জানতে চাইলে, পৌর কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরী বলেন, আমি এবিষয়ে কিছুই জানিনা । আমি সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো ।