রাশিয়ায় ‘উগ্রপন্থা’ আইনের অধীনে নিষিদ্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম

রাশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধের রায় দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার মস্কোর ওই আদালত মেটা’র এই দুই সাইটকে ‘উগ্রপন্থা’ আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করে। এই আইন প্রণয়নের পর এটিই প্রথমবারের মতো কোনো বিদেশি প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে প্রয়োগ করা হলো। এ খবর দিয়েছে ব্লুমবার্গ।
খবরে জানানো হয়, প্রসিকিউটরের অনুরোধ মেনে নিয়ে তাৎক্ষনিকভাবে এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশ দেন বিচারক। আদালতের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অনুযায়ী, ওই রায়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের কর্মকাণ্ডকে ‘উগ্রবাদী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই সামাজিক মাধ্যমের নীতিমালা রাশিয়া ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে বলেও আদালতে অভিযোগ তোলেন প্রসিকিউটর। তবে মেটা’র পক্ষে থাকা আইনজীবী জানান, একটি বিদেশি কোম্পানির উপর কোনো ধরণের কতৃত্ব নেই রুশ আদালতের। এই রায় নিয়ে মেটা’র মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।।