কারিগরি শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধি আগামী সপ্তাহে

আগামী সপ্তাহেই ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি পাবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এসব শিক্ষকের নভেম্বর ২০১৮ মাসের এমপিও চেক বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ছাড় হয়ে গেলেও আগামী সপ্তাহের মধ্যে ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি হবে বলে দৈনিকশিক্ষা ডটকমকে নিশ্চিত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও) মো: জহুরুল ইসলাম দৈনিকশিক্ষা ডটকম জানান, জুলাই থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধি দিতে সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। কিন্তু আগামী দুইদিন সাপ্তাহিক ছুটির কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে আগামী সপ্তাহে কারিগরির শিক্ষকরা প্রবৃদ্ধির টাকা পাবেন।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি বৃহস্পতিবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে বলে দৈনিক শিক্ষাকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। অর্থ বিভাগের পাঠানো চিঠিতে বেসরকারি কারিগরি শিক্ষকদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ টাকা ‘বেসরকারি মহাবিদ্যালয়ের জন্য মঞ্জুরি (বিজনেস ম্যানেজমেন্ট), বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের জন্য মঞ্জুরী (ভোকেশনাল) এবং বেসরকারি মাদরাসাসমূহের জন্য মঞ্জুরি (ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট)’ খাতে বরাদ্দকৃত টাকা থেকে দেওয়া হবে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

গত ৮ নভেম্বর ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় আদেশ জারি করেছে। গত ১৫ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তরকে দেয়া এক চিঠিতে ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও আগামী বৈশাখী থেকে বৈশাখী ভাতা দেয়ার আদেশ দেয়া হয়।