শাবিতে বিক্ষোভ, ভিসি ভবনে ঢুকতে পারেননি প্রক্টর

ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসে গোলচত্বর এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভিসিকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।  এদিকে- সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলমগীর কবিরের নেতৃত্বে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ভিসি ও আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের ভিসি ভবনের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। শিক্ষার্থীদের জন্য আনা প্রক্টোরিয়াল বডির খাবারও ফিরিয়ে দেয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগ দলীয় দুই সিটি কাউন্সিলর একইভাবে খাবার নিয়ে গেলে শিক্ষার্থীরা তাদেরও প্রবেশ করতে দেননি।