রাউজানে গৃহবধুর শ্লীলতাহানি ও মেরুদণ্ড ভাঙার ঘটনায় মামলা, এক যুবক কারাগারে

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে ঝর্ণা শীল (৩৫) নামে এক গৃহবধুর শ্লীলতাহানি ও ইট দিয়ে আঘাত করে মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন আহত গৃহবধুর স্বামী। গতকাল রবিবার দুপুরে অভিযুক্ত প্রধান আসামী পলাশ শীল (৩০)কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার সকালে রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের শীল পাড়ার প্রভাত কুমার শীলের স্ত্রী ঝর্ণা শীলকে তাদের প্রতিবেশী পলাশ শীলের নেতৃত্বে সংঘবদ্ধ ৮/৯জন শ্লীলতাহানি, ঘর ভাংচুর ও ইটের আঘাতে মেরুদণ্ড ভেঙে দেয়। পরে স্বজনসহ স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ঘটনার দিন বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক পলাশ শীল (৩০) কে আটক করে। পরে ঝর্ণা শীলের স্বামী প্রভাত কুমার শীল ৭জনের নাম উল্লেখ করে আরও ৩/৪জন অজ্ঞাত আসামী করে এজাহার দায়ের করেন। অভিযুক্ত পলাশ শীল একই ওই এলাকার দুলাল শীলের ছেলে। আহত ঝর্ণা শীলের স্বামী প্রভাত কুমার শীল মুঠোফোনে বলেন, ‘আমার স্ত্রীর অবস্থা অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘নারীকে শ্লীলতাসহ মারধরের ঘটনায় গতকাল (শনিবার) নিয়মিত মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’