টিকা সনদ না দেখে বার পরিবেশন করায় বিভিন্ন রেষ্টুনেন্টকে ৪৪ হাজার টাকা জরিমান

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ শনিবার মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসকি নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই মোবাইল র্কোট কোভিড-১৯ করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখে বার পরিবেশন করায় আগ্রাবাদস্থ সেন্ট মার্টিন হোটেলের বনেদি রেস্টুরেন্টকে ৫ হাজার, সিলভার স্পুনকে ৫ হাজার, দি কপার চমিনীকে ৫ হাজার, কাচ্চি ডাইনকে ৫ হাজার, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার ওয়াসা মোড়ে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার, গ্র্যান্ড মোগলকে ৫ হাজার, দামপাড়াস্থ হান্ডিকে ৫ হাজার, দাবাকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১২ টি মামলা রুজু পূর্বক ৪৪ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এই সময় গ্রাহকদের টিকা সনদ ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নিদর্শনা প্রদান করা হয় এবং জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়েও সচেতন করা হয়। এ সময় ম্যাজস্রিরে›টকে সহায়তা করনে সটিি র্কপোরশেনরে র্কমর্কতা-র্কমচারী ও মট্রেোপলটিন পুলশি ।