রাউজানে ৩শ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দিলেন একুশের আলো ফাউন্ডেশন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ একুশের আলো ফাউন্ডেশনের আয়োজনে আদ্যাপীঠ রাম কৃষ্ণ সংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।গত ২১জানুয়ারী শুক্রবার বিকালে রাউজানের উত্তর গুজরায় অবস্থিত আদ্যাপীঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সসীম গৌরীচরণ। সংগঠনের সভাপতি উৎপল বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আদ্যাপীঠ রাম কৃষ্ণ সংঘের পুরোহিত তপন চক্রবর্তী, একুশের আলো ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য মীনা গৌরিচরণ, মহিলা ইউপি সদস্য রীনা চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম, ইউপি সদস্য খোকন বড়ুয়া, ইউপি সদস্য বিশ্বজিত চৌধুরী, রাইজিং ব্রাদার্সের সভাপতি সবুজ বড়ুয়া, একুশের আলো ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এডভোকেট প্রণব বিকাশ বড়ুয়া, যুবলীগ নেতা বসুমিত্র বড়ুয়া, সুজন বড়ুয়া, সমাজ সেবক বিনন্দ বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ বড়ুয়া। এছাড়াও ফাউন্ডেশন সদস্য, সদস্যা ও কল্যাণকামীবৃন্দ উপস্থিত ছিলেন। একুশের আলো ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানের ৩শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। প্রথম পর্বে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।