রাউজানে ভরাট হয়ে যাওয়া বেরুলিয়া খালের খনন কাজ ,শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া উপজেলার হিংগলা, সুড়ঙ্গা, হাসান খীল, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া, সুলতানপুর বড়বাড়ী পাড়ার উপর দিয়ে প্রবাহিত বেরুলিয়া খাল। বেরুলিয়া খালের মধ্যে উজান থেকে নেমে আসা পানি ও নিচ থেকে জোয়ারের পানি দিয়ে শুস্ক মৌসুমে এলাকার কৃষকেরা বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করতো । বর্ষার মৌসুমে প্রবল বর্ষন হলে বেরুলিয়া খাল দিয়ে পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও বৃষ্টির পানি প্রবাহিত হতো । বেরুলিয় খালটি ভরাট হয়ে যাওয়ায় শুস্ক মৌসুমে খালে পানি না থাকায় বোরো ধানের চাষাবাদ ও সব্জি ক্ষেতের চাষাবাদ করা সম্ভব হয়না । বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও বৃষ্টির পানি প্রবাহিত হতে প্রতিবন্দ্বকতা সৃষ্টি হয়ে জলবদ্বতার সৃষ্টি হয় । এতে এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় । এলাকার মানুষের চরম দুর্ভোগ লাঘবে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজান পৌরসভার অংশে ছত্র পাড়া এলাকা থেকে সুলতানপুর বেরুলিয়া বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ বেরুলিয়া খালের খনন কাজের উদ্যোগ নেয় । গতকাল ২১ জানুয়ারী শুক্রবার বিকালে বেরুলিয়া খালের খনন কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, সমাজ সেবক আলহাজ্ব ওসমান, মাওলানা এনামুল হক, প্রদীপ, যুবলীগনেতা জামশেদ প্রমুখ । বেরুলিয়া খাল খনন কাজ শেষ হলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে শুস্ক মৌসুমে বোরো ধানের চাষাবাদ সব্জি ক্ষেতের চাষাবাদ হবে । বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি ও বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার প্রতিবন্দ্বকতা দুর হবে। এলাকার মানুষ জলবদ্বতা থেকে মুক্তি পাবে ।