জাতীয় মুক্তি সংগ্রামের চেতনায় দেশ গড়ার আহবান

খেলাঘর দক্ষিণ জেলা সম্মেলনে বক্তারা

বাঙ্গালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার প্রোজ্জ্বল উত্তরাধিকার জাতীয় শিশু- কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম দক্ষিন জেলা সম্মেলনে জাতীয় মুক্তি সংগ্রামের চেতনায় দেশ গড়ার আহবান জানানো হয়েছে ।
শুক্রবার(২১ জানুয়ারী) সকালে চসিক কে বি আবদুছ ছাত্তার মিলনায়তনে অনুষ্টিত সম্মেলনে এ আহবান জানানো হয় । সকালে জাতীয় সঙ্গীত ও খেলাঘর সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্ধোধন করেন খেলাঘর কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ।
সংগঠনের সভাপতি সাংবাদিক- প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী রথীন সেন,চট্টগ্রাম বিভাগীয় সমম্বয়ক রেজাউল কবির।
শৈবাল আদিত্য সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, প্রদীপ ভট্টাচার্য, ওসমান গনি চৌধুরী বাবুল, প্রফেসর এ বি এম আবু নোমান, আবুল ফজল বাবুল । স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু । শোক প্রস্তাব পাঠ করেন ইসমত আরা দিলশাদ।
বিকালে সংগঠনের সহ সভাপতি মু: শামসুল হকের সভাপতিত্বে সম্পাদক সজীব কুমার নাথের পরিচালনায় অনুষ্টিত সাংগঠনিক অধিবেশনে প্রফেসর এ বি এম আবু নোমানকে সভাপতি শৈবাল আদিত্যকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয় । নতুন জেলা কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী ।
সম্মেলনে জুয়েল চৌধুরীর পরিচালনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বর্ণরেখা, দিশারী, পূর্বাশা, দ্বীপশিখা ও মুক্তমন খেলাঘর আসরের শিল্পীবৃন্দ।
সম্মেলনে দক্ষিণ জেলার উপজেলাসমূহের ২৮টি শাখা আসরের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।