রাউজানের দুর্গম পাহাড়ী এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগের দিন শেষ

শহীদ জাফর সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ার পথে
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সদরের ডাকা বাংলো ভবন থেকে শুরু হওয়া শহীদ জাফর সড়ক । শহীদ জাফর সড়ক রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের আদালত ভবন, ছত্র পাড়া, ডাবুয়া ইউনিয়নের হাসান খীল, ফুইট্যা টিলা, রোয়াইঙ্গা বিল, পুর্ব ডাবুয়া, জানিপাথর, হলদিয়া ইউনিয়নের জানিপাথর, গলাচিপা, বৃকবানুপুর, বৃন্দ্বাবন পুর হয়ে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাবুয়া, পাড়া, ভ্রাম্বন ছড়ি বার্মাছড়ি সড়কের সাথে মিলিত হয়েছে । ১৪ কিলোমিটার দৈর্ঘ শহীদ জাফর সড়ক দিয়ে প্রতিদিন রাউজান ও পাহাড়ী এলাকার হাজার হাজার মানুষ চরম দুভোর্গে মধ্যে দিয়ে চলাচল করতো । পায়ে হেটে দুর্গম এলাকার বাসিন্দ্বারা রাউজান উপজেলা সদর, রাঙ্গামাটি জেলা সদর, কাউখালী উপজেলা সদরে যাতায়াত করতো । স্কুল কলেজের শিক্ষার্থীরা পায়ে হেঠে শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত করতো । এলাকার কোন বাসিন্দ্বা গুরুত্বর অসুস্থ হলে দোলনায় করে কাধে বহন করে চিকিৎসকের কাছে ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতো । হাজার হাজার মানুষের এই র্দুভোগ লাঘব করার জন্য রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় সড়ক ও জনপথ বিভাগ ৩২ কোটি টাকা ব্যায়ে সড়কের উন্নয়ন কাজের টেন্ডার আহবান করে। চৌধুরী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্টান টেন্ডারের মাধ্যমে কাজ নিয়ে গত ২০১৯ সালের শেষের দিকে সড়কের উন্নয়ন কাজ শুরু করে। সড়কের উন্নয়ন কাজ চলাকালে করোনার প্রার্দুভাব শুরু হলে সড়কের নির্মান কাজ বন্দ্ব থাকায় সড়কের উন্নয়ন কাজ করতে বিলম্ব হয় । করোনার প্রাদুর্ভাবের কারনে সড়কের উন্নয়ন কাজ বন্দ্ব থাকার পর সরকারের বিধিনিষেধ তুলে নিলে ঠিকাদারী প্রতিষ্টান পুণরায় সড়কের উন্নয়ন কাজ শুরু । রাউজান উপজেলা সদর থকে শুরু হওয়া কাউখালী উপজেলার ভ্রাম্বনছড়ি পর্যন্ত ১৪ কিলোমিটার দৈর্ঘ সড়কের ১১টি ব্রীজ কার্লভাট নির্মান করা হয়েছে । ১৪ কিলোমিটার দৈর্ঘ সড়কের মধ্যে ১২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ২ কিলোমিটার দৈর্ঘ সড়কের উন্নয়ন কাজ চলছে । হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর এলাকার বাসিন্দ্বা ডাঃ সুজিত দত্ত শহীদ জাফর সড়কের উন্নয়ন কাজ করায় রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুর্বে আমার বাড়ী বৃকবানুপুর থেকে রাউজান সদরে যেতে চরম দুর্ভোগ হতো । সড়কটির উন্নয়ন কাজ করায় দেড়ঘন্টা সময়ের চেয়ে বর্তমানে ২০ মিনিট সময়ে আমার বাড়ী থেকে রাউজান সদরে পৌছি । কাউখালী উপজেলার ডাবুয়া পাড়ার বাসিন্দ্বা মইসালা চৌধুরী বলেন, শহীদ জাফর সড়কের উন্নয়ন কাজ করায় দুর্গম পাহাড়ী এলাকার বাসিন্দ্বাদের জীবনমান উন্নত হয়েছে । এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, শহীদ জাফর সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ার পথে । সড়কের উন্নয়ন কাজ ভাল হয়েছে। ১৪ কিলোমিটার সড়কের মধ্যে ১২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে । অবশিস্ট ২ কিলোমিটার র্দৈঘ সড়কের উন্নয়ন কাজ চলছে । সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ায় এলাকার হাজাার হাজার মানুষের চরম দুর্ভোগ লাঘব হয়েছে ।