বোয়ালখালীতে সরকারি সম্পত্তি অবৈধ দখলের অভিযোগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি ভিপি সম্পত্তি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জানুয়ারি) উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত আবেদন করেছেন স্থানীয় পলাশ বোস। পলাশ বোস জানান, দুই দাগে আমাদের মৌরশী ১৪৭ শতক সম্পত্তির মধ্যে সরকারি ভিপি মামলা নম্বর ১/৯৬-৯৭ মূলে ভিপি সম্পত্তি রয়েছে ১০৮ শতক। সোমবার দুপুরে এ সম্পত্তিতে অবৈধভাবে জোরপূর্বক খুঁটি দিয়ে দখলের চেষ্টা করেন বিএনপি নেতা আজিজুল হক ও মোর্শেদের লোকজন। এতে বাধা দিলে সংঘাত সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে সরকারি ভিপি সম্পত্তি অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনারকে (ভূমি) তাহমিনা আকতার বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।