বীর মুক্তিযোদ্ধা লায়লা হক স্মরণে নির্মূল কমিটির দোয়া মাহফিল ১৬ জানুয়ারি

মহান মুক্তিযুদ্ধে রাউজানে ‘হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার রহ. শেল্টার হাউজ’ প্রধান বীরনারী সরকার ও বিভিন্ন সংগঠন-সংস্থা কর্তৃক ‘রতœগর্ভা মা’ সম্মাননায় ভূষিত-সংবর্ধিত বিশিষ্ট সমাজহিতৈষী এবং যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের পুরোগামী নেতা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক ও মানবাধিকার সংগঠক শওকত বাঙালি-এর মমতাময়ী মা বীর মুক্তিযোদ্ধা বেগম লায়লা হক স্মরণে ১৬ জানুয়ারি, রবিবার, বিকেল ৪টায় দামপাড়াস্থ হযরত গরীবুল্লাহ্ শাহ মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মাহফিল করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা।
এ আয়োজনে সংগঠন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর সহধর্মিণী আলহাজ¦ বেগম লায়লা হক গত ২৭ ডিসেম্বর, দিবাগত রাত পৌনে একটায় নগরীর ডেল্টা হেলথ কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং হযরত গরীবুল্লাহ্ শাহ মাজারস্থ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।