শীঘ্রই কোর্ট হিল সমস্যার সমাধান : আইনমন্ত্রী

কোর্ট হিল নিয়ে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনের মধ্যে যে বিরোধ চলছে সেই সমস্যার সমাধান শীঘ্রই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনমেলায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “চট্টগ্রাম বার এসোসিয়েশনের ঐতিহ্য আজকের নয়, এ সমিতি অনেক সমৃদ্ধ।আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেটি যেভাবে ধৈর্যের সাথে আইনীভাবে মোকাবেলা করছেন তা সত্যি প্রশংসনীয়। আপনারা অনেক উত্তপ্ত হতে পারতেন, তারপরও আপনারা ভালো ব্যবহার দেখিয়েছেন। যখনই আমি সুযোগ পাব, দেশের অন্য সবগুলো বারকে আমি এ কথা বলব।”

আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, “আমরা এ সমস্যার সমাধান করতে পারব। আমার মনে হয় সকল পক্ষই চায় এ আলোচনা শেষ হোক। আমি মনে করি, এটির ন্যায়সংগত এবং সুষ্ঠু সমাধান হবে।”

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন বিষয়েও কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “এটি খুবই খুশির খবর যে চট্টগ্রামে শীগ্রই সার্কিট বেঞ্চ স্থাপন হতে যাচ্ছে এবং সেটি এ বছরের মধ্যেই। আমরা কিছুদিনের মধ্যে এ বিষয়ে একটি ঘোষণা দিব। সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতিও এ ব্যাপারে আন্তরিক আছেন।”

মিলনমেলায় ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ও এটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এম এ আমিন।

আরো বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল হোসেন।