‘বিশ্বকে জানতে ও জানাতে ডিজিটাল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানীর DW Akademie-এর যৌথ উদ্যোগে ২৮ নভেম্বর ২০১৮ তারিখ বিশ^বিদ্যালয় ব্যবসায় প্রশাসন অডিটোরিয়ামে দিনব্যাপী ‘Digital Journalism Education in Bangladesh : Opportunities and Challanges’ শীর্ষক নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্সের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ বিশেষ অতিথি এবং সাবেক চীফ ইনফরমেশন কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান ও DW Akademie, দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক কো-অর্ডিনেটর Ms. Priya Esselborn গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন। চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি জনাব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ এবং প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য এবং আবিষ্কারের ফলে বিশ^ব্যাপী বিজ্ঞানের জয়যাত্রার এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কনফারেন্স আয়োজন করায় আয়োজকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু তনয়া আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের যে প্রত্যয় ও অঙ্গীকার ঘোষণা করেছিলেন তা আজ সাধারণ মানুষের কাছে দৃশ্যমান এবং বিশ^বাসীর কাছে বাংলাদেশ এখন এক বিষ্ময়। তিনি বলেন, বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন সৎ-দক্ষ-যোগ্য বিজ্ঞানমনষ্ক মানব সম্পদ। সম্পদ ও সুযোগের যথাযথ ব্যবহারের মাধ্যমে মেধাবী তরুনরাই বিনির্মান করবে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। প্রসঙ্গক্রমে তিনি বলেন, আধুনিক বিশে^ কি ঘটছে, জ্ঞান-বিজ্ঞানের নব নব আবিষ্কার বিশ^কে কোন পথে পরিচালিত করছে এ সবকিছু জানতে এবং জানাতে আমাদের মিডিয়ার ইতিবাচক ভূমিকাসহ ডিজিটাল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল জার্নালিজম আমাদের সুযোগ ও সম্ভাবনার দ্বার অবারিত-সম্প্রসারিত করবে এবং সামনে এগিয়ে যেতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এটাই প্রত্যাশিত। আধুনিক প্রযুক্তির নেটওয়ার্কিং যাতে নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ হতে না পারে এ বিষয়েও মিডিয়াকে সতর্ক থাকতে হবে। মাননীয় উপাচার্য আজকের কনফারেন্সের সার্বিক সাফল্য কামনা করে উদ্বোধন ঘোষণা করেন।
চবি সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফারজানা করিম ও জনাব মাধব চন্দ্র দাস-এর পরিচালনায় এ কনফারেন্সে চট্টগ্রাম বিশ^বিদ্যারয়সহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।