রাউজানে স্বাস্থ্যবিধি রক্ষায় অভিযান ৬ হাজার টাকা জরিমানা আদায়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাসজনিত রোগ(কোভিড -১৯) এর বিস্তার রোধ কল্পে সরকারী বিধি নিষেদ আরোপ করার পর স্বাস্থ্যবিধি রক্ষায় মাঠে নেমেছে প্রশাসন ।

১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে রাউজান ফকির হাট বাজার ও মুন্সির ঘাটা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । রাউজান থানা পুলিশ ও অনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অভিযান চলাকালে মুখে মাক্স না দেওয়ায় ও সড়ক পরিবহন আইনে ৭টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । রাউজান উপজেলঅ নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেছে । যানবাহনে আসন সংখার মধ্যে অর্দেক আসনে যাত্রী নিয়ে যানবাহন চলাচলের নির্দেশ দিয়েছে । কোন ব্যক্তি ঘর থেকে বের হলে তার মুখে মাক্স পড়ে বের হতে হবে। করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে জনগনকে রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে ।