বিপ্লবী মাস্টার দা সুর্য সেন এর ৮৯ তম ফাসী দিবস পালিত

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিট্রিস বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী মাস্ট্রার দা সুর্য সেনের ফাসিঁ দিবস উপলক্ষে আওয়ামী লীগ, রাউজান সরকারী কলেজ, মাস্ট্রার দা সুর্য সেন স্মৃতি পাঠাগার, মাস্ট্রার দা সুর্য সেন স্মৃতি পাঠাগার স্থলে মাস্ট্রার দা সুর্য সেনের ভাস্কর্যে পুস্পস্তবক অপন করার মাধ্যামে শ্রদ্বা নিবেদন করেন । বিপ্লবী মাস্ট্রার দা সুর্যসেন স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পালিতের সভাপতিত্বে সুর্যসেন চত্বরে আলেঅচনা সভা অনুষ্টিত হয় । আলেঅচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, মুক্তিযোদ্বা সাধন পালিত, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, হাসান মোহাম্মদ রাসেল, তপন দে প্রমুখ । আলোচনা সভায় বক্তরা বলেন, বিপ্লবী মাস্ট্রার দা সুর্য সেন এর স্মৃতিকে তরুন প্রজ্জমের কাছে তুলে ধরতে রাউজানের মতো চট্টগ্রাম নগরীর টাইগার পাশ এলাকায় সুর্যসেন চত্বর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে । আলোচনা সভার পুর্বে বিপ্লবী মাস্ট্রার দা সুর্য সেনের ভাস্কর্যে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন আওয়ামী লীগ নেতারা । বিপ্লবী মাস্ট্রার দা সুর্যসেনের ফাসিঁ দিবস উপলক্ষে বিপ্লবী মাস্ট্রার দা সুর্য সেনের ভাস্কর্যে পুস্পস্তক অর্পন করার মাধ্যমে শ্রদ্বা নিবেদন করেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ্ব ।