গুজরায় সড়কের পাশ থেকে ৫ শতাধিক বৃক্ষ নিধন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের আদার মানিক ডি,সি রোড, নতুন চৌধুরী হাট – কদলপুর সড়কের পাশে রোপন করা মেহগনি, আকাশমনি, রেইন ট্রি (ফুল ) গাছ সহ ফলজ গাছ কেটে নিয়েছে । দুটি সড়কের পাশে থাকা অর্ধসহাস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছ নিধন করা হলে ও পুর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ ও স্থানীয় মেম্বার বিটন চৌধুরী কিছুই জানেনা । রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের নতুন চৌধুরী হাট থেকে শুরু হওয়া নতুন চৌধুরী হাট ও কদলপুর সড়কের পুর্ব গুজরা ইউনিয়নের এক কিলোমিটার দৈর্ঘ সড়কের দু পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে ।১১ জানুয়ারী মঙ্গলবার দুপৃরে সরজমিনে পরিদর্শন কালে দেখা যায় সড়কের পাশে থাকা মেহগনি গাছ কাটছে । গাছ কাটার স্থানে দাড়িয়ে থাকা এক ব্যক্তি তার নাম ভদ্রসেন চৌধুরী বলেন, সড়কের পাশে থাকা গাছ গোরাঙ্গ এর বংশদল থেকে ক্রয় করে নেয় । এই গাছ ক্রয় করে কেটে নিয়ে যাচ্ছে । সড়কের এক কিলেঅমিটার দৈর্ঘ সড়কের দুপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে । সড়কের পাশে থাকা কয়েক শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে । পুর্ব গুজরা ইউনিয়নের নতুন হাট এলাকা থেকে শুরু হওয়া আদার মানিক ডিসি, রোডের দুই কিলোমিটার এলাকা জুড়ে সড়কের প্রশস্তকরনের কাজ চলছে । ডি,সি রোডের প্রশস্তকরন করায় সড়কের পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ সংলিষ্ট কতৃপক্ষের কোন অনুমতি ব্যতিত কেটে নিয়েছে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা । সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির গাচ কেটে নেওয়া প্রসঙ্গে পুর্ব গুজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার বিটন চৌধুরীর কাছে ফোন করে জানতে চাইলে, মেম্বার বিটন চৌধুরী বলেন, এবারের ইউপি নির্বাচনে আমি মেম্বার প্রার্থী হয়নি । নতুন আর একজন মেম্বার হয়েছে । আর আিিম এলাকায় থাকিনা চট্টগ্রাম শহরে থাকি গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা । মেম্বার বিটন চৌধুরী আরো বলেন চেয়ারম্যানের কাছ থেকে গাছ কাটার বিষয়ে জেনে নিন। পরে পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদকে ফোন করে সড়কের পাশ থেকে ব্যাপক হারে গাছ কাটার বিসয়ে জানতে চাইলে, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ বলেন, নতুন চৌধুরী হাট – কদলপুর সড়কের দুপাশ থেকে গাছ কাটার বিষয়ে আমি কিছুই অবগত নয় । সড়কের পাশ থেকে গাছ করা কাটছে গাছ কাটার স্থানে চৌকিদার পাঠিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো । নতন চৌধুরী হাট থেকে শুরু হওয়া আধার মানিক ডি,সি রোড ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান বড়ুয়া পাড়ার দক্ষিন পাশ পর্যন্ত আধার মানিক ডিসি রোডের প্রশস্তকরন ও উন্নয়ন কাজ শুরু করা হয়েছে । আধার মানিক ডিসি রোডের দু পাশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে তা আমি অবগত নয় । সংবাদ পেয়ে চৌকিদার পাঠিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি গাছ কাটা বন্দ্ব করেছি । সড়কের পাশ থেকে কাটা কিছু পরিমাণ গাছ চৌকিদার আটক করে রেখেছে ।