রাউজানে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল শাহ বানু

রাউজানে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল শাহ বানুশফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঃ মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেল রাউজান উপজেলায় উরকিচর ইউনিয়নের শাহ বানু।  ১০ জানুয়ারি সোমবার চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে ও জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে এ ঘর উপহার হিসেবে দেওয়া হয়। জানা যায়, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৫ লাখ ৬৮ হাজার ৮৪৮ টাকা ব্যয়ে এ গৃহহীনকে ঘর বুঝে দেওয়া হয়। উপকারভোগী শাহ বানুর স্বামী মোহাম্মদ হোসেন ঘরের চাবি হস্তান্তর করেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ইমন,ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন তালুকদার,ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুরুল আজিম জুয়েল, সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,সহ সভাপতি আলী হায়দার শাহ,যুগ্ম সাধারণ লোকমান আনছারী,দক্ষিণ রাউজান ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল, ইসলাম,ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক সন্জয় চৌধুরী,সহ সম্পাদক নুর নবী,উপ প্রচার সম্পাদক আজম,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক,ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক এরশাদ,সমাজ সেবক মজিব সওদাগর সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।