হাটহাজারীতে চোরাই কাঠ জব্দ

হাটহাজারীতে পাচারের সময় ৪৫ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে হাটহাজারী পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড এলাকা থেকে কাঠ বোঝাই একটি জীপ গাড়ি জব্দ করে।

হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, অবৈধভাবে সেগুন কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কাঠ বোঝাই একটি জীপ গাড়ি আটক হয়। কাঠের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাঠগুলো জব্দ করা হয়।

১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এর ৪১ ও ৪২ ধারায় এ শাস্তি দেওয়া হয় বলে তিনি জানান।