বছরের শেষ দিনে হাজারো পর্যটকের আগমণে মুখরিত কাপ্তাই

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। অপরুপ সৌন্দয্যের লীলাভুমি রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলা। কাপ্তাইয়ের বিভিন্ন স্থানেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সবুজ পাহাড়, লেক, নদীসহ আঁকা-বাকা পাহাড়ি পথ যে কোন মানুষের মনকে আকর্ষণ করে সহজেই। সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছরের শেষ দিনে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের আনোগোনায় মুখরিত কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্রগুলো। হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক সবখানেই মানুষ আর মানুষ। কাপ্তাইয়ের বালুরচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গাঁ-ঘেষে অবস্থিত আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র ‘প্রশান্তি পার্ক’। শুক্রবার বিকেল ৩ টায় গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। এই বিনোদন কেন্দ্রে চট্টগ্রাম সদরঘাট এলাকা থেকে ঘুরতে আসা শীলা দাশ, নীল, তুলি জানান, তারা একসাথে ২০ জন বেড়াতে এসেছেন। কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। এই কেন্দ্রের ব্যবস্থাপক মাসুদ তালুকদার জানান, আমাদের এই বিনোদন কেন্দ্রে আজ হাজারো পর্যটকের আগমন ঘটেছে। তিল ধরনের ঠাঁই নেই। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় টায় কাপ্তাই ওয়াগ্গা বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানেও শত শত পর্যটকের আনাগোনায় মুখরিত। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন বেড়াতে। তাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্নাসের শিক্ষার্থী ইমন। তিনি জানান, তারা ১০ জনের টিম এখানে বছরের শেষ দিন উপভোগ করতে এসেছেন । কর্ণফুলি নদীর ধারে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি খুবই সুন্দর। এই বিনোদন পার্কে বেড়াতে আসা চট্টগ্রামের বহদ্দার হাট হতে শামীম দম্পতি এই প্রতিবেদককে জানান, প্রকৃতির অপরুপ সৌন্দর্য মন্ডিত কর্নফুলি নদীর পাশে অবস্থিত এই বিনোদন স্পটে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া গেছে। যা তাদের ভ্রমনকে আনন্দদায়ক করেছে। এদিকে, কাপ্তাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র কাপ্তাই নৌ-বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম কর্তৃপক্ষ পরিচালিত লেক প্যারাডাইসে গিয়ে দেখা গেছে, এখানে শত শত পর্যটক। এখানে ঘুরতে আসা রাঙামাটি শহরের হিমেল চাকমা, নবজ্যোতি তনচংগ্যা জানান, লেক প্যারাডাইস যেন একটি স্বর্গ, এই কেন্দ্র হতে একসাথে কাপ্তাই লেক এবং পাহাড়ের অপরুপ সৌন্দর্য উপভোগ করা যায়। কাপ্তাই উপজেলা বেসরকারি পর্যটন কেন্দ্র শিলছড়ির বনশ্রী পিকনিক কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবাইয়েত আক্তার চৌধুরী জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে প্রতিদিন ভ্রমন পিপাসুদের আগমন ঘটছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে কোন রিসোর্ট খালি থাকে না। শীলছড়ি এলাকার পাহাড়িকা পিকনিক স্পটের পরিচালক শামা সিদ্দিকী জানান, অত্যন্ত মনরোম পরিবেশে কর্ণফুলী নদীর পাশে গড়ে উঠা পিকনিক স্পটটিতে সারা বছরই কমবেশি পর্যটকের আনাগোনা রয়েছে। তবে বছর শেষে স্কুল, কলেজ বন্ধ থাকায় এবং পরিবার-পরিজন সমেত বেশি পর্যটক আসছে। তিনিও বলেন, এসময় কটেজ ও রেষ্ট হাউজ গুলো খালি থাকে না। কেন্দ্র গুলো ছাড়াও সেনাবাহিনী পরিচালিত কাপ্তাইয়ের জীবতলী লেকশোর ও লেক প্যারাডাইসে প্রতিদিন ভীড় বাড়ছে পর্যটকদের। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, কাপ্তাইয়ে অনেক গুলো বিনোদন কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রচুর পর্যটক আসে। তাই থানা পুলিশের পক্ষ হতে সবসময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য পুলিশ সদস্যদের টহল আরো জোরদার করা হয়েছে।