গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. কামাল হোসেনের

গণফোরাম সভাপতি বলেন, দেশে আজ নির্বাচনপদ্ধতি, প্রশাসন-বিচার-শিক্ষাব্যবস্থা ধ্বংসপ্রায়। গুম, খুনের ঘটনায় মানুষ আতঙ্কগ্রস্ত। এমন ভয়াবহ পরিস্থিতি মেনে নেওয়া যায় না। সরকারের এই ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।দ্য ডেইলী স্টার

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এ আহ্বান জানান। লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘আমি সবসময় ঐক্যের কথা বলেছি।’

অসুস্থতার কারণে কাউন্সিলে যোগ দিতে পারেননি এই বর্ষীয়ান রাজনীতিক।

তবে তিনি কাউন্সিলের সফলতা কামনা করেছেন।