পিতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পিতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাহারীতে পিতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে এক ছেলে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার এলাকার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ মোহাম্মদ শাহ আলম (৫০)। তিনি পেশায় সিএনজি চালক বলে পুলিশ জানায়। পুলিশ অভিযুক্ত ছেলে জাহিদুল ইসলাম (১৮)কে আটক করেছে।

হাটহাজারী থানার সাব ইন্সপেক্টর রফিক জানান, পারিবারিক বিরোধের জের ধরে আপন ছেলে জাহিদুল ইসলাম তার বাবাকে হত্যা করেছে। আমরা মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে লাশ পোস্টমটেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে জাহিদুলকে আটক করা হয়েছে।

.
অভিযুক্ত ছেলে জাহেদুল ইসলাম পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে বলেন, আমার বাবা দু’টি বিয়ে করেছেন। এছাড়া প্রায়ই নেশা করতেন এবং আমাদের কাছে টাকা-পয়সা চাইতেন। এ নিয়ে বারবার নিষেধ করার পরও বাবা নেশা ছাড়েননি। গত পরশু মামলার কথা বলে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নেয়। আমি একটি মুদির দোকানে চাকুরি করি। অনেক কষ্টে ৫ হাজার টাকা এনে দেয়ার পর সেটাকা নেশা খেয়ে খরচ করে ফেলে আবার আমার কাছে ৫ হাজার টাকা চায়। না দেয়াতে আমার মা বোনকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। আমি দুপুরে বাসায় আসলে আমাকে মারার জন্য দা নিয়ে আসে। তখন আমার ছোট ভাই বাবাকে কোপ মারে। পরে আমিও বাবাকে কুপিয়ে আহত করি এবং আমি নিজেই বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি।

হাটহাজারী স্বাস্থ কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. তসলিমা আক্তার বলেন, এখানে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অধিক রক্তক্ষয়ে মৃত্যু হয়েছে।