রাউজানে সরকারী নির্দেশনা অমান্য করে কৃষি জমি ভরাট ভবন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় কৃুষ জমি মাটি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান করা হয়েছে । এতে কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়ায় ফসল উৎপাদন কমেছে । অপরিকল্পিত ভাবে কোন নিয়ম না মেনে কৃষি জমি মাটি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান করায় বর্ষার মৌসুমে বৃষ্টি হলে বৃষ্টির পানি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হতে বাধাগ্রস্থ হয়ে জলবদ্বতা সৃষ্টি হয়ে ফসলী জমির ফসল, এলাকার বাসিন্দ্বাদের ঘর বাড়ী, জনগনের চলাচলের সড়ক পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ও এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । সরকার কৃষি জমি ভরাট করে কোন স্থাপনা নির্মান করা যাবেনা নির্দেশনা দেয়, এছাড়া রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী রাউজানে কেহ কোন কৃষি জমি ভরাট করতে পারবেনা বলে নির্দেশনা জারি করে। সরকার ও সাংসদের নির্দেশনাকে অমান্য করে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হচ্ছে পাকা ভবন । সরজমিনে পরিদর্শন কালে দেখা যায় রাউজানের পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী জলদাশ পাড়ার পাশে, পাহাড়তলী চৌমুহনী বাজারের উত্তর পাশ থেকে উনসত্তর পাড়া, মহামুনি এলাকায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হয়েছে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন, বর্তমানে ও ঐ সব এলাকায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হচ্ছে ফাকা ভবন । সরজমিনে পরিদর্শন কালে দেখা যায় পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া নাজিরার টিলার পশ্চিম পাশে চুয়েট এর সীমনা প্রাচীরের পাশে চুয়েট কর্মচারী আক্কাস কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করছে। মহামুনি এলাকার পাশে শেখ পাড়ার বাইল্যা কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করছে । রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাটের পশ্চিমে নোয়াজিশপুর ১ নং সড়কের কাজী পুকুরের পাশে সড়কের উপর পানি চলাচলের জন্য নির্মান করা কালভার্ট । কালভার্ট দিয়ে বর্ষার মৌসুমে পানি চলাচল করে । পানি চলাচলের পথ বন্দ্ব করে কৃষি জমিতে নির্মান করা হচ্ছে পাকা ভবন । রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান তরার পুর্বে কৃষি জমিতে মাটি ভরাট করছে পাহাড়ী এলাকার পাহাড় টিলা কাটা মাটি ও সর্তার খালের জেগে উঠা চর কেটে ড্রাম টাক ভর্তি করে আনা মাটি দিয়ে । নোয়াজিশপুর এলাকায় পানি চলাচলের পথ বন্দ্ব করে কৃষি জমিতে পাকা ঘর নির্মান করা প্রসঙ্গে নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদারের কাছে জানতে চাইলে, চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার বলেন, পানি চলাচলের পথ বন্দ্ব করে কৃষি জমিতে পাকা ভবন নির্মান কাজ বন্দ্ব করে দেওয়া হয়েছে । রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমি মাটি ভরাট করে ৫তলা পাকাভবন নির্মান করা প্রসঙে াগ রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের কাছে জানতে চাইলে, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, । রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমি মাটি ভরাট করে ৫তলা পাকাভবন নির্মান কাজ আমি মেয়র হওয়ার পুর্বেই শুরু করেছে । বর্তমানে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমি মাটি ভরাট করে র্নিমান করা ৫ তলা ভবনের পাশে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে ঘেরা ও দিয়ে রাতেই কৃষি জমিতে মাটি ভরাট করা প্রসঙ্গে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করতে দেওয়া হবেনা । কৃষি জমি মাটি ভরাট করা হলে তা বচন্দ্ব করে দেওয়া হবে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষি জুিম মাটি ভরাট করতে পারবেনা । কৃষি জমিতে কেউ মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করলে তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ।