খালেদা জিয়ার চিকিৎসার নামে মাঠ গরমের অপচেষ্টা হচ্ছে: ইসহাক

নগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ মাহমুদ ইছহাক বলেছেন, বিএনপি জামায়াত সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে। এরই অংশ হিসেবে রাজনীতিহীন বিএনপি জামায়াত ধ্বংসাত্মক পন্থা অবলম্বন করছে।

তারা ইস্যু খুঁজছে। এমনকি সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে সম্প্রীতির দেশে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। এ অপশক্তিকে প্রতিহত করতে হলে নিজেদের মধ্যেই আত্মশুদ্ধির প্রয়োজন। আজ খালেদা জিয়ার চিকিৎসার নামে মাঠ গরম করার অপচেষ্টা চলছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকেলে ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের হাবিব টাওয়ারে ক ইউনিট সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন।

মুখ্য আলোচক নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি চিকিৎসার নাম করে কীভাবে বিদেশে যেতে পারেন তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। আইন তার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রয়োগ হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার অবকাশ নেই। আমাদের মধ্যে ক্ষেত্রবিশেষে মতভিন্নতা থাকতেই পারে। এ নিয়ে প্রকাশ্য হানাহানি বা বিভেদ সৃষ্টি করা সংগঠনবিরোধী কার্যকলাপ। যারা এ কার্যকলাপের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি হবে। তৃণমূল স্তরের নেতৃত্বে কোনোভাবেই যাতে বিএনপি জামায়াতের এজেন্টরা ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যদি আমরা ব্যর্থ হই তার দায়-দায়িত্বে নিতে হবে যারা নেতৃত্বে আছেন।

বক্তব্য দেন সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আলী বক্স। প্রধান বক্তার ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাম মো. জোবায়ের। ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজি মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে ক ইউনিটে হাজি মো. মহসিন সভাপতি ও দেলোয়ার হোসেন বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বৃহস্পতিবার ২৫ নভেম্বর ১০ নম্বর উত্তর কাট্টলী ও ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী খ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।