নগরীতে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার নির্দেশনা

নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ১ডিসেম্বর থেকে মশক নিধন কার্যক্রমকে আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে মশক নিধন কার্যক্রমে গতিশীলতা আনতে নগরীর ৪১টি ওয়ার্ডকে ৪টি জোনে বিভক্ত করে অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রমে ৪টি জোনে ৪জন উর্ধ্বতন কর্মকর্তাকে তদারকীর দায়িত্ব প্রদান করা হবে। মেয়র বাড়ির আঙ্গিনা, বাগান, নালা-নর্দমা পরিস্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে চসিক পরিচ্ছন্নকর্মী ও মশার ওষুধ ছিটানো কর্মীদের সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
আজ বুধবার ৩০নং পূর্ব মাদারবাড়ি ও ৩১নং আলকরণ ওয়ার্ডস্থ নালা-নর্দমা, অলিগলি, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা কাজ ও মশক নিধনের ঔষধ ছিটানো হয়। ডেঙ্গু-চিকনগুনিয়াসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।