রাউজানে দুই বেকারীকে লাখ টাকা জরিমানা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে দুই বেকারী মালিককে ১লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় রাউজান পৌরসভার মুন্সিরঘাটায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এসময় ইজি ফুড বেকারীর স্বত্ত্বাধিকারী ফটিকছড়ি উপজেলার বাসিন্দা গোলাপ উদ্দিনকে ৫০ হাজার এবং হাই ফুড বেকারীর স্বত্ত্বাধিকারী নোয়াখালীর বাসিন্দা মো. কামালকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ করে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।