চোখের অপারেশনের জন্য দৃষ্টিপ্রতিবন্ধি কাইয়ুমের পাশে মায়াকানন ফাউন্ডেশন

দৃষ্টিহীনতার সমস্যা নিয়েই জন্মাগ্রহণ করে পূর্ব বাকলিয়ার মোহাম্মদ তালেব ও হাসনা বেগম দম্পতির প্রথম সন্তান মোহাম্মদ কাইয়ুম। তার ছোটভাই-এর জন্মগ্রহণের পর-পরই স্ত্রী-সন্তানদের পরিত্যাগ করে অন্যত্র সংসার পাতে কাইয়ুমের পিতা মোহাম্মদ তালেব। দৃষ্টিহীন ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন হাসনা বেগম। আত্মীয়-প্রতিবেশীদের সহযোগিতায় ছোটবেলায় একটি চোখের অপারেশন করা হয় কাইয়ুমের। কিন্তু বড় হতে হতে অন্য চোখে সমস্যা দেখা দেয় তার। কাইয়ুমের বয়স এখন ১৯। অভাবের কারণে সম্ভব হচ্ছিল না চোখের প্রয়োজনীয় চিকিৎসা। বিষয়টি দিদারুল ইসলাম মায়াকানন ফাউন্ডেশনকে জানালে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ায় মায়াকানন ফাউন্ডেশন। প্রতিশ্রুতি দেয় চোখের অপারেশনের সম্পূর্ণ খরচ বহনের। আজ ২৩ নভেম্বর মায়াকানন ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিশ্রুতিমত কাইয়ুমের চোখের অপারেশনের সম্পূর্ণ খরচ তার মা হাসনা বেগমের হাতে তুলে দেন মায়াকানন-এর পরিচালক সেলিনা হোসাইন। কাইয়ুম ও তার মাকে অপারেশন পরবর্তী সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল হোসাইন মনজু। এসময় মোহাম্মদ কাইয়ুম, তার ছোটভাই মোহাম্মদ নাইম এবং মায়াকানন ফাউন্ডেশন-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।