এক যাত্রীর কাছ থেকে চার কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে চার কেজি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৩ নভেম্বর মঙ্গলবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। মো. সোহেল নামের আটক ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। বিমানবন্দরের কাস্টমের উপকমিশনার সুমন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এনএসআই, বিমানবন্দরের কাস্টম ও কাস্টমের গোয়েন্দাদের যৌথ অভিযানে উড়োজাহাজ থেকে নামার পর সোহেলকে তল্লাশি করে চার কেজি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি বার, ছয়টি গলানো সোনার পাত, তিনটি সোনার পিণ্ড, পাঁচটি হাতের বালা, একটি নেকলেসসহ কিছু গয়না আছে। ‘এই চার কেজি সোনার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। এগুলো আপাতত কাস্টমের হেফাজতে রাখা হয়েছে। আটক সোহেলকে পতেঙ্গা থানায় নেয়া হয়েছ।