উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন, সতীনসহ আটক-২

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিম পাড়া ১৪ নং ক্যাম্পে পারিবারিক কলহে রোহিঙ্গা স্বামীর হাতে এক রোহিঙ্গা স্ত্রী খুন হয়েছে।
সোমবার ২২ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় উক্ত ক্যাম্পের সি-২ ব্লকের ১৪৫ নং শেডে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম খালেদা বেগম (২৫)।তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জবাই করে স্বামী হাফেজ আহমেদ পালিয়ে যায়।খালেদা বেগমের ঘাতক স্বামী হাফেজ আহমদের ১ম স্ত্রী।খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)সদস্যা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় হাফেজ আহমদের ২য় স্ত্রী নুর হাসিনা ও মো.আলী নামের ২ জনকে আটক করেছে পুলিশ।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মে.কামরান হোসেন জানান, উদ্ধার লাশ এবং আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।