মাদক সেবনকারীরা ইসলাম ও মানবতার শত্রু -মাওলানা নূরী

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, আজ দেশব্যাপী খুন, ধর্ষণ থেকে শুরু করে মাদক ও জুয়া মহামারীর মত ছড়িয়ে পড়েছে। সমাজের প্রতিটি অলী গলিতে ফেন্সিডিল, ইয়াবা ও গাজা সহ নতুন নতুন নামে আবিস্কৃত নেশা জাতীয় দ্রব্য এক শ্রেণির বড় ভাইদের সিন্ডিকেট কিশোরগ্যাং দ্বারা পাচার করছে। তিনি এসব অপকর্মের হোতাদেরকে ইসলাম ও মানবতার শত্রু উল্লেখ করে বলেন, জঙ্গীবাদী, সন্ত্রাসী মাদকসেবী ও জুয়াড়িরা কখনো মুসলিম হতে পারে না তারা হচ্ছে মুনাফিক ও কামিক। তাদেরকে চিহ্নিত করে সামাজিক ভাবে বয়কট করার জন্য প্রশাসনের পাশাপাশি সমাজপতি ও যুব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
মাহফিলে প্রধান মেহমান আরো বলেন, কোন মাদ্রাসা ছাত্র জুয়া খেলে না, মাদক সেবন করে না যেহেতু মাদ্রাসা গুলো কুরআন হাদিস সহ আম্বীয়ায়ে কেরাম ও সাহাবা আজমাঈনদের জীবনী পড়ানো হয়।
প্রধান মেহমান বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পৃথিবীর মানচিত্রে এদেশ সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে স্থান পেয়েছে। যুগ যুগ ধরে স্বীকৃতি পাওয়া শান্তি ও সন্ত্রাসীকে আরো শক্তিশালী করার জন্য কুরআন হাদিসের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে দ্বীনের দায়ীদেরকে এগিয়ে আসতে হবে।
আজ বাদে মাগরিব পোস্তারপাড় সিটি কর্পোরেশন কলেজ এর সম্মুখে উত্তর ধনিয়ালাপাড়া স্কুল বাড়ি মহল্লাবাসির উদ্দ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা:) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষ্যে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান মুফাস্সিরের আলোচনায় মাওলানা মামুুনুর রশীদ নূরী উপরোক্ত কথা বলেন।
ধনিয়ালাপাড়া পোস্তারপাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ২৩নং পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। বিশেষ বক্তা ছিলেন বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া।