বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি

ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি এসেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সাম্বার শাবকটির জন্ম হয়।

এটি নিয়ে এখন এ পরিবারের সদস্য সংখ্যা হলো ছয়। মা হরিণ ও শাবকটি সুস্থ রয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, এটি উপমহাদেশের সবচেয়ে বড় জাতের হরিণ। দেশে প্রায় বিলুপ্ত। এটির গর্ভধারণ কাল ৭ থেকে ৮ মাস। প্রাপ্তবয়স্ক হয় ৩ বছরে। বেঁচে থাকে ২০ থেকে ২৫ বছর। দুধ পান করে ৬ মাস পর্যন্ত। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়াও আরও দুই জাতের হরিণ রয়েছে। মায়া হরিণ রয়েছে ৪টি এবং চিত্রা হরিণ আছে ২৭টি।

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির ৬২০টি পশু-পাখি রয়েছে। এর মধ্যে বাঘ, সিংহ, কুমির, জেব্রা, ময়ূর, ভালুক, উটপাখি, ইমু, হরিণ, বানর, গয়াল, অজগর, শিয়াল, সজারু, বিভিন্ন জাতের পাখি ইত্যাদি উল্লেখযোগ্য। রয়েছে চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া একটি সাদা বাঘও।