সেই বিচারকের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন আপিল বিভাগ

আইন ও বিচার বিভাগে সংযুক্ত, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সিজ করা হয়েছে। আপিল বিভাগের স্থগিতাদেশ থাকার পরও জামিন দেওয়া সংক্রান্ত মামলায় সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হন তিনি। পরে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, আপিল বিভাগ আজ কার্যতালিকার ১ নং ক্রমিকের মামলায় শুনানি শেষে ওই বিচারকের ফৌজদারী বিচারিক ক্ষমতা সিজ (seize) করা হয়েছে- মর্মে আদেশ প্রদাণ করেন। পূর্ণাঙ্গ রায় পরবর্তীতে প্রকাশ হবে।

মোছা. কামরুন্নাহার রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগে করা মামলায় গত ১১ই নভেম্বর রায় ঘোষণা করেন। রায়ে পাঁচ আসামির সবাইকে খালাস দেওয়া হয়। ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে পুলিশ যেন মামলা না নেয়, সে বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। রায় ঘোষণার পর সংশ্লিষ্ট আইনজীবীরাও এ পর্যবেক্ষণের কথা বলেছিলেন। এ নিয়ে সমালোচনার মুখে ওই বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

তবে লিখিত রায়ে ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলা না নেওয়া বিষয়ে কোনো পর্যবেক্ষণ নেই