আশরফ সড়ক প্রশস্তকরনের জন্য পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ফকির হাট বাজারের একুশে টেলিকমের দোকানের পাশ দিয়ে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক থেকে শুরু হওয়া আশরফ সড়ক । সড়কটি দিয়ে প্রতিদিন এলাকার শত শত বাসিন্দ্বা চলাচল করেন । সড়কটি দিয়ে সিএনজি অটোরিক্সা রিক্সা চলাচল করতে পারেনা । এলাকার বাসিন্দ্বারা অসুস্থ হলে পায়ে হেটে আশরফ সড়ক দিয়ে চিকিৎসকের কাছে ও হাসপাতালে যেতে হয় । মুমুর্ষ রোগীকে কোলে করে দোলনায় চড়িয়ে হাসাপাতারে নিয়ে যেতে হয় । এছাড়া ও অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হলে আশরফ সড়ক দিয়ে দমকল বাহিনীর গাড়ী প্রবেশ করতে পারবেনা । সড়কের দু পাশে সড়কের জায়গা দখল করে টিনের ঘেরাও পাকা দেওয়াল তুলে সড়কটি দখল করে রেখেছেন । এলাকার বাসিন্দ্বা বদিউল আলম সওদাগর সহ এলাকার বাসিন্দ্বারা আশরফ সড়ক পরিদর্শন করে সড়কের জায়গা জবর দখল থেকে উচ্ছেদ করে সড়কটি প্রশস্তকরন করার জন্য রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন ।

‘ইমামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহঃ)’-এর পবিত্র রওজা পুনঃনির্মাণ কাজে মাইজভাণ্ডার দরবার শরিফ ‘দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মনজিল-এর সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি আওলাদে গাউসুল আযম শাহ্ সূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী প্রদত্ত উপহার স্বরূপ চেক গ্রহণ করছেন শেরে বাংলা কেবলা কা’বা (রহঃ) এর ছোট শাহজাদা, আওলাদে রাসূল (দঃ) আলহাজ্ব শাহ্ সৈয়দ মৌলানা মোহাম্মদ বদরুল হক আলকাদেরী।
এ সময় উপস্থিত ছিলেন মাজার পুন:নির্মাণ কমিটির যুগ্ম-সম্পাদক জনাব মোহাম্মদ হারুন সওদাগর ও অর্থ সচিব মাওলানা মোহাম্মদ সোলাইমান আনসারি। ট্রাস্টের পক্ষ হতে প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা জনাব তানভীর হোসাইন এবং নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন চেক হস্তান্তর করেন।