তরুণরা সঠিক তথ্যের উৎস হিসেবে সরকার, জাতীয় গণমাধ্যমের ওপর কম আস্থাশীল

বাংলাদেশের তরুণরা সঠিক তথ্যের উৎস হিসেবে সরকার, বিজ্ঞানী, ধর্মীয় সংগঠন এবং জাতীয় গণমাধ্যমের ওপর বয়স্কদের তুলনায় কম আস্থাশীল। বিশ্ব শিশু দিবসের প্রাক্কালে প্রকাশিত ইউনিসেফ ও গ্যালাপের নতুন এক আন্তর্জাতিক জরিপে এমন তথ্যই পাওয়া গেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ বাংলাদেশ জানিয়েছে- ‘দ্য চেঞ্জিং চাইল্ডহুড’ শীর্ষক জরিপটি বিশ্ব সম্পর্কে একাধিক প্রজন্মের কাছে তাদের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান সময়ে একজন শিশু হওয়ার অভিজ্ঞতা কেমন সে বিষয়ে নিয়ে করা প্রথম জরিপ। ওই জরিপের জন্য বাংলাদেশসহ বিশ্বের সব অঞ্চল এবং আয় সীমার ২১টি দেশের বয়সভিত্তিক দুটি গ্রুপের (১৫-২৪ বছর বয়সী এবং ৪০ বছর বা তার বেশি বয়সী) ২১ হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়।