জলবায়ু সম্মেলনে সত্যি কি বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরছে এই ভিডিও। এতে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার বিকলাঙ্গ অধিকারকর্মী ইডি নডুপু’র আগে থেকে রেকর্ড করা ভিডিও যখন দেখানো হচ্ছিল, তখন প্রেসিডেন্ট বাইডেন তার চোখ বন্ধ করে আছেন। তাকে দেখে মনে হয়েছে, ঘুমাচ্ছেন। এ ভিডিও এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে আসলেই কি তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন! এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বাইডেনের বয়স এখন ৭৮ বছর। তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে সিওপি২৬ বা কপ২৬ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানেই সোমবার এই ঘটনা ঘটে।

প্রথমেই তার এমন ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার দেন ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক। এতে দেখা যায়, শুরুতে বক্তার বক্তব্য শুনছিলেন জো বাইডেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই তিনি দুই চোখই বন্ধ করেন। সম্মেলনে বক্তার বক্তব্য চলতেই থাকে। তিনিও চোখ বন্ধ করে রাখেন। প্রায় ২০ সেকেন্ড এভাবে কেটে যায়। তারও কয়েক সেকেন্ড পরে তার একজন সহযোগীকে দেখা যায় ভিডিওতে। তিনি প্রেসিডেন্টকে জাগানোর চেষ্টা করেন। তিনি চোখ খোলেন এবং বক্তব্য শুনতে থাকেন। বক্তব্য শেষ হতেই করতালি দেন।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা ঘটে অনুষ্ঠানে বক্তব্য দেয়া শুরুর এক ঘন্টা পরে। এ নিয়ে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জ্যাক পারসার ব্রাউন ওই ভিডিও টুইট শেয়ার করেন। তিনি এতে লিখেছেন, কপ২৬ উদ্বোধনী অনুষ্ঠানে দৃশ্যত গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলেন বাইডেন। অনলাইনে এই ভিডিও শেয়ার দেয়ার এক দিনের মধ্যে তা ভিউ হয়েছে কমপক্ষে ৪৫ লাখ বার।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। এ মাসেই তার বয়স হতে যাচ্ছে ৭৯ বছর। সমালোচকরা তার বয়স নিয়ে নানা কথা বলেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য যে মানসিক ও শারীরিক সক্ষমতা থাকা দরকার তা তার নেই। সবচেয়ে কড়া সমালোচক সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি তো ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তাকে ‘স্লিপি জো’ হিসেবেই আখ্যায়িত করেছেন। নিউ ইয়র্ক টাইমসের মতে, জো বাইডেনের সর্বশেষ এই ফুটেজ ভাইরাল হওয়ার পর তা নিয়ে কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এক ইমেইলে তিনি বলেছেন, বৈশ্বিক উষ্ণতাকে সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বলে ইউরোপে গিয়েছেন বাইডেন। তারপর তিনি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছেন। সারা বিশ্ব তা দেখেছে। যেকোনো ব্যক্তির যদি কোনো ইস্যুতে সত্যিকারের আগ্রহ এবং বিশ্বাস থাকে তাহলে তিনি সেই ইস্যুতে গিয়ে এভাবে ঘুমিয়ে পড়তে পারেন না।

তবে সবাই ট্রাম্পের মতো সমালোচনা করছেন না। কেউ কেউ বাইডেনের এই ‘স্লিপিং’ বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তাদের অনেকে বলছেন, বাইডেন কয়েক সেকেন্ডের জন্য নিজের চোখকে বিশ্রাম দিচ্ছিলেন।