ফুলের পাপড়ি ছিটানো ও মোমমাতি-আগরবাতি জ্বালিয়ে ‘অল সোলস ডে’র প্রার্থনা

হলুদ গাঁদা আর লাল গোলাপের পাপড়ি বিছানো সমাধিতে জ্বলছে মোমমাতি-আগরবাতি। আলোয় ভরা সে সমাধির পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আত্মার চিরশান্তি প্রার্থনা করছেন স্বজনেরা।

তাদের কারও কারও চোখে জল। কেউ দাঁড়িয়ে আছেন নীরবে। দৃশ্যটি নগরের পাথরঘাটার রানি জপমালা গির্জার পাশের সমাধিগুলোতে। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় খ্রীষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান ‘অল সোলস ডে’ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

 

মৃতের আত্মার শান্তি কামনায় প্রতিবছর পালন করা হয় এই ‘অল সোলস ডে’। প্রার্থনা শেষে সমাধিগুলোতে বর্ষিত হয় পুষ্পবৃষ্টি। প্রিয়জনদের স্মরণে জ্বালানো মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন পূর্বসূরিদের। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে পারিবারিক বন্ধন আর সামাজিকতা।

গতবছর বৈশ্বিক মহামারী করোনায় সীমিত আকারে পালন করা হলেও এ বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় দিনটি।

 

রানি জপমালা গির্জার ফাদার আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি বলেন, ২৫ ডিসেম্বরের আগে এটি আমাদের আরেকটি বড় মর্যাদাপূর্ণ দিন। এদিন মৃত স্বজনদের স্মরণ করতে দূর দূরান্ত থেকে স্বজনদের সমাধিতে ছুটে আসেন অনেকে। এতে করে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের সম্প্রীতি তৈরি হয়।