জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

রক্তে রক্তে বন্ধন হোক ; রক্তে লাগুক ঢেউ , আমার চোখে দেখবে ধরা , নতুন করে কেউ ❞ 

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ ২ রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট । দিবসটির এবারের প্রতিপাদ্য ❝রক্তে রক্তে বন্ধন হোক ; রক্তে লাগুক ঢেউ , আমার চোখে দেখবে ধরা , নতুন করে কেউ ❞ । দিবসটি উপলক্ষে আজ সকাল ১১ টায় শহরের সিভিল সার্জন কার্যালয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে সন্ধানী চমেক ইউনিট । র‍্যালিতে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয় । অতিথিদের মধ্যে র‍্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর , ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডাঃ সেখ ফজলে রাব্বি , জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী , ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ খান , বিশ্ব স্বাস্থ্য সংস্থার SIMO ডা. এ এফ এম জাহিদুল ইসলাম সহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা গণ ।

এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজে ইউনিটের উপদেষ্টা ডাঃ এ ইউ এম সলিমুল্লাহ , সভাপতি মোহাম্মদ রোমানুল ইসলাম , সহসভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন , সাধারণ সম্পাদক তাসনোভা হাসান ,সহসাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার , প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম আসিফা সহ অন্যান্য সন্ধানীয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করেন ৬৩ প্রজন্মের শিক্ষার্থী ইমন ।

সপ্তাহব্যাপী কর্মসূচিঃ
“প্রচার ও প্রচারণা সপ্তাহ” উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মসূচির আয়ােজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি । কর্মসূচির প্রথম দিনে আজ রয়েছে স্বেচ্ছায় রক্তাদাতা ও মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধদের মুঠোফোনে শুভেচ্ছাস্বরুপ ক্ষুদেবার্তা প্রেরণ ও নগরীর চকবাজার এলাকায় স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন কর্মসূচির আয়োজন ।
দ্বিতীয় দিন ৩রা নভেম্বর থাকছে পথশিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে পথশিশু সংগঠন চারুলতায় হেলথ ক্যাম্প আয়োজন , ৪ তারিখ স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন প্রোগ্রাম , ৫ তারিখ সন্ধানীর কার্যালয়ে স্বল্প খরচে হেপাটাইটিস ও টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম । যা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে । ৬ তারিখ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর চক্ষুদান সম্পর্কিত সেমিনার এবং ভ্যাক্সিনেশন মোটিভেশান প্রোগ্রাম , ৭ তারিখ মনোলগ প্রকাশ অনুষ্ঠান , ৮ তারিখ মেন্সট্রুয়াল হেলথ সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

সাধারণ মানুষদের স্বেচ্ছায় রক্তদানে ও মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করতে ২ – ৮ ই নভেম্বর প্রচার ও প্রচারণা সপ্তাহ উপলক্ষ্যে সন্ধানী চমেক ইউনিটের পক্ষ থেকে করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে সপ্তাহব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন । আজ ২ তারিখ নগরীর চকবাজার এলাকায় , ৩ তারিখ জিইসি ও প্রবর্তক এলাকায় , ৪ তারিখ ২নং গেট – মুরাদপুর এলাকায় , ৫ তারিখ আন্দরকিল্লায় , ৬ তারিখ কাজীর দেউড়ি এলাকায় , ৭ তারিখ আগ্রাবাদে , ৮ তারিখ নিউ মার্কেট এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান সন্ধানী চমেক ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম আসিফা ।
প্রসঙ্গত, স্বেচ্ছায় রক্তদান ও মরণােত্তর চক্ষুদানের বিষয়টিকে স্বেচ্ছা সেবার মাধ্যমে একটি জনপ্রিয় আন্দোলনে রূপ দিতে সক্ষম হয় মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। এর স্বীকৃতি হিসেবে সরকার ২ নভেম্বরকে স্বেচ্ছায় রক্তদান ও মরণােত্তর চক্ষুদান দিবস’ হিসেবে ঘোষণা করে। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রতিবছর এ দিবসটি পালন করে আসছে সংগঠনটি।