চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু

জাহেদ কায়সার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ বুধবার ২৭ অক্টোবর থেকে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি- ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ।

এবার ৬টি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছে । সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩৭ জন শিক্ষার্থী।

২৭ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ৫ নভেম্বর ‘বি১’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যম কে বলেন, এবারের পরীক্ষায় ‘সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও ক্যাম্পাসে পুলিশ, র্যা ব, ডিবি, ডিএসবিসহ পাঁচ থেকে সাত শতাধিক আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পাশাপাশি জালিয়াতি ঠেকাতে ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থাসহ ভ্রাম্যমাণ আদালত মাঠে দায়িত্ব পালন করচ্ছে।

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় বেলা ১২টায়।

২৭ ও ২৮ অক্টোবর ৩টি শিফটে নেওয়া হচ্ছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটে অংশ নেন ১৪ হাজার ২২৩ জন ভর্তি পরীক্ষার্থী। দুপুর সাড়ে ৩টায় ২য় শিফটেও অংশ নেন সমান সংখ্যক শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে দুই শিফটে পরীক্ষা দেন ২৮ হাজার ৪৪৬ জন।

করোনা মহামারির কারনে ২ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিলো চবির সর্বশেষ ভর্তি পরীক্ষা।