পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ডিসি রোডের উন্নয়ন কাজের উদ্বোধন

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ডিসি রোডের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। ডিসি রোড মিয়ার বাপের মসজিদ মোড় হতে আফগান মসজিদ এলাকা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ করা হবে। জাইকার অর্থায়নে এই উন্নয়ন কাজ করা হচ্ছে। ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম আজ রোববার (১৭ অক্টোবর’২০২১) সকালে মিয়ার বাপের মসজিদ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ দাপ্তরিক ঢাকায় সচিবালয়ে অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি। সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, দীর্ঘদিন ধরে ডিসি রোডের বাসিন্দারা চলাচলের ক্ষেত্রে কষ্ট ভোগ করছেন। ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে সড়ক মেরামত করেও ঠিক রাখা যাচ্ছে না। অপরদিকে খাল পরিস্কার না থাকায় জলাবদ্ধতার কারণেও ডিসি রোড জন ও যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। তাই উঁচু করে ডিসি রোডের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। মিয়ার বাপরে মসজিদ হতে আফগান মসজিদ এলাকার ডিসি রোডের উন্নয়ন কাজ শেষ হলে মিয়ার বাপের মসজিদ হতে ফালাহ্ গাজী মসজিদ এলাকা পর্যন্ত রোডের উন্নয়ন কাজও সম্পন্ন করা হবে। উদ্বোধনকালে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো.মুসা,কামাল আহমদ,মুজিবুর রহমান,হাজী সিরাজুল ইসলাম,এম এ হানান্ন,মিয়ার বাপের মসজিদের খতিব আবদুর রহিম,নাজিম দেওয়ান, দেলোয়ার মেম্বার, মো.রফিক উদ্দিন,সমাজসেবক মাঈনুল কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইসমাঈল মকবুল