মিরসরাই এ একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

আবু সাঈদ ভূঁইয়া, মিরসরাই (চট্টগ্রাম) :: মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

সাদেক হোসেন ওরফে সাদ্দাম

ঘটনায় জড়িত সন্দেহে পরিবারের বড় ছেলে সাদেক হোসেন ওরফে সাদ্দাম ও তার স্ত্রী আইনুন নাহারকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, স্থানীয় নতুন বাজারের মুদি ব্যবসায়ী নুরুল মোস্তফা সওদাগর (৭০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (৫৫) ও তাদের মেঝ ছেলে আহমদ হোসেন (২৫)। বৃহস্পতিবার বেলা দেড়টার নাগাদ পুলিশ জানিয়েছে এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। মরদেহগুলো ময়না তদন্তের জন্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পরিবারের সম্পত্তি ভাগভাটোয়ারা নিয়ে দীর্ঘ ৩ বছর যাবৎ নুরুল মোস্তফার সাথে তার বড় ছেলের বিরোধ চলছিলো। মেঝ ছেলে, স্ত্রী এবং একমাত্র মেয়ের নামে সম্পত্তি দলিল করে দেয় মোস্তফা। এরপর থেকে বিরোধের সূত্রপাত। এদিকে বৃহস্পতিবার সকালে প্রথমে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ, এরপর পিআইবি ও চট্টগ্রাম সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের ডিএনএ ও হত্যাকান্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করে। এরপর বেলা সাড়ে ১২টার নাগাদ চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মোহাম্মদ লাবিব আব্দুল্লাহ উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, ‘আমরা বাড়ির ভেতর ডাকাতির কোন আলামত পাইনি। ঘরের মূল্যবান জিনিসপত্র গুছানো ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক বিরোধ বিশেষ করে সম্পত্তি ভাগ ভাটোয়ারা নিয়ে নির্মম এ খুনের ঘটনা ঘটেছে।’