চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পু ৫যাত্রী আহত হয়েছেন। ৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের গোমদ-ী ফুলতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, উপজেলার চরখিজিরপুর গ্রামের আবদুল খালেক (৫০), সারোয়াতলীর দীপক চৌধুরী (২৯), প্রশান্ত দে (৪৬), শাকপুরার রাহুল দে (২৭) ও পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের রফিকের ছেলে মো. রাজীব (২৬) আহত হয়েছেন।
আহত আবদুল খালেক গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন জানান, নগর থেকে বোয়ালখালীতে আসা দ্রুত গতির টেম্পুটি উল্টে এ ঘটনা হয়। টেম্পুটি আটক করা হয়েছে।