চুয়েটে শিক্ষক দিবসে কর্মশালা ও ওয়েবিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিশ্ব শিক্ষক দিবস-২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ০৫ অক্টোবর (মঙ্গলবার), ২০২১ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে “Writing Quality Research Articles & Identifying Relevant Journals to Read & Publish” শিরোনামে লেখক-গবেষক কর্মশালার (Author Workshop) আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। লেখক-গবেষক কর্মশালাটি পরিচালনা করেন এলসেভির (Elsevier)-এর সিনিয়র কাস্টমার কনসাল্টেন্ট জনাব ভিশাল গুপ্ত। অনুষ্ঠানের শুরুতে চুয়েটের গবেষণা কর্মকাণ্ড নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এলসেভির (Elsevier)-এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক জনাব নিথিন রাওয়াত। এছাড়াও বিশ্ব শিক্ষক দিবস-২০২১ উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৭.০০ ঘটিকায় “চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে বাংলাদেশ: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ভূমিকা” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উক্ত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে সমন্বয় সাধনের মাধ্যমে গবেষণার ক্ষেত্র বৃদ্ধি করতে হবে।” গেস্ট অব অনার অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে​ চতুর্থ শিল্পবিপ্লবের​ চ্যালেঞ্জ মোকাবেলার​ জন্য প্রস্তুত করতে হবে।” মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, “চতুর্থ​ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে নতুন​ প্রযুক্তির সাথে সাথে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করতে হবে।”