পেকুয়ায় নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীর জয়

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বিপুল ভোটে জয় লাভভ করলেন নৌকার মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল ঘোষণা করা না হলেও কেন্দ্র অনুযায়ী ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, ইউনিয়নের ৯ কেন্দ্রের মধ্যে ৮কেন্দ্রে ৮২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছে নৌকা। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি সমর্থিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন ১ কেন্দ্রে জয়লাভ করে প্রাপ্ত ভোট ৩৯৭৫। কেন্দ্রে ফলাফল ঘোষণার পরপরও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলামকে নিয়ে আনন্দ মিছিল করেছে। তবে নির্বাচন পরবর্তি বনকানন কেন্দ্রে মেম্বার প্রার্থীর দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেলে অন্য ওয়ার্ডগুলো শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। বিজয়ী প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, টৈটং ইউনিয়নকে আমির সবার ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সুষ্ঠুভোট আয়োজনে বিএনপি সমর্থিত প্রার্থী মোসলেম সহযোগিতা করেছে। আমি সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পেকুয়ার টৈটংয়ে মেম্বার নির্বাচিত হলেন যারা

কক্সবাজারের পেকুয়ায় কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে শেষ হওয়া ভোটে আওয়ামী সমর্থক ৮ ও বিএনপি সমর্থিত ১ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত তিন মহিলা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, ১নং ওয়ার্ডে আবদু জলিল (যুবলীগ নেতা), ২নং ওয়ার্ডে আবুল কালাম (আ’লীগ নেতা), ৩ নং ওয়ার্ডে মনজুর আলম (আ’লীগ নেতা), ৪ নং ওয়ার্ডে আবদুল হক (ওলামালীগ নেত), ৫ নং ওয়ার্ডে আবু ওমর (যুবলীগ নেতা), ৬নং ওয়ার্ডে ফয়সাল আকবর(আ’লীগ নেতা), ৭নং ওয়ার্ডে সাহাব উদ্দিন (আ’লীগ নেতা), ৮নং ওয়ার্ডে কায়ছার মুহাম্মদ রোকন( বিএনপি), ৯নং ওয়ার্ডে নুরুল আবছার( আ’লীগ নেতা)।
১থেকে ৩ নং ওয়ার্ডে দিলোয়ারা বেগম (জাতীয় পার্টি), ৪ থেকে ৬নং ওয়ার্ডে রোজিনা আক্তার (বিএনপি), ৭ থেকে ৯নং ওয়ার্ডে আয়েশা মোনাফ( আ’লীগ)।