সাইবার সিকিউরিটি সেল করেছে বিটিআরসি

সোশ্যাল মিডিয়াসহ সাইবার দুনিয়ায় কনটেন্ট মনিটরিং ও ব্যবস্থাপনায় নতুন করে সাইবার সিকিউরিটি সেল গঠন করেছে বিটিআরসি।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নিয়ন্ত্রণ সংস্থাটি।

বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার । বিশেষ অতিথি ছিলেন টেলিযোগাযোগ সচিব মো: আফজাল হোসেন।

শ্যাম সুন্দর সিকদার জানান, সাইবার জগতে মনিটরিং ও কার্যকর ব্যবস্থা নিতে নতুন করে এই সাইবার সিকিউরিটি সেল গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিটিআরসির কমিশনার (স্পেকট্রাম) এ.কে.এম শহীদুজ্জামান, মহাপরিচালক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির, মহাপরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু , মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামান ।